গ্রীষ্মকালে শীতলতার পরশ পেতে এসির বিকল্প নেই। আর এসির যথাযথ ব্যবহার করতে না পারার কারণে ঘরের বিদ্যুৎ খরচের অনেকটাই চলে যায় সচেতনতার অভাবে। তবে আপনি চাইলেই কিন্তু এসির এই অতিরিক্ত বিদ্যুৎ খরচ অনেকটা কমিয়ে আনতে পারেন।
কীভাবে? চলুন জেনে নিই।
এসি পরিষ্কার রাখুন
নিয়মিত এসি পরিষ্কার রাখুন। এসির ফিল্টারটি নিজেই মাসে অন্তত একবার পরিষ্কার করুন। ময়লার কারণে এসি স্বাভাবিকভাবে চলতে পারে না। তাই বছরে কমপক্ষে একবার হাইড্রোক্লিন থেকে Cleaning সার্ভিস নিন।
তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন
এসির তাপমাত্রা অবশ্যই ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখতে হবে। এসি যত কম তাপমাত্রায় চালানো হবে, তত বেশি চড়চড় করে বাড়বে বিদ্যুৎ বিল। এ কারনে লোড শেডিং হতে পারে। ঘুমাতে যাবার সময়ে তাপমাত্রা সঠিক রাখুন।
দরকার না হলে বন্ধ করে দিন
সব সময় এসি চালিয়ে রাখবেন না। গরম যখন অসহনীয় মনে হবে তখনই এসি ব্যবহার করুন। রুম থেকে বের হলে এসি বন্ধ করে দিন। বাইরে যাওয়ার সময় রুমের এসি বন্ধ হয়েছে কিনা তা ভালো করে দেখে নিন।
ফ্যান ব্যবহার করুন
রান্না ঘরে এক্সহস্ট ফ্যান ব্যবহার করুন যাতে গরম সারা রুমে ছড়িয়ে না পড়ে। এসির তাপমাত্রা অতিরিক্ত না কমিয়ে ২৪ থেকে ২৬ ডিগ্রী রেখে, ফ্যান ছেড়ে দিন। এতে রুম দ্রুত ঠান্ডা হবে।
জানালা-দরজা ভালোভাবে বন্ধ কিনা দেখুন
অনেক বাড়িতেই জানালা-দরজা এবং দেয়ালের মাঝে ছিদ্র বা ফাঁকফোকর থাকে। এসবের কারণে রুম সহজে ঠান্ডা হতে পারে না। এসব ফাঁকফোকর বন্ধ করে ফেলুন। এতে এসি দ্রুত রুম ঠাণ্ডা করতে পারে।
টাইমার ব্যবহার করুন
রুম অতিরিক্ত ঠাণ্ডা হয়ে গেলে তা শরীরে জন্য ক্ষতিকর। তাই রাতে স্লিপ মোডে অথবা এসিতে টাইমার ব্যবহার করুন যাতে রুম ঠান্ডা হয়ে গেলে আপনা থেকেই বন্ধ হয়ে যায়। প্রয়োজন অনুযায়ী আবার চালু হয়ে রুম ঠাণ্ডা করে। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়।
দিনের বেলায় পর্দা ব্যবহার করুন
দিনের বেলা ঘরে তাপ ঢোকার উৎসগুলিকে বন্ধ করুন। জানালা ও দরজার সামনে ভারী সাদা পর্দা টানা থাকলে রোদে রুম গরম করতে পারে না। পর্দা ব্যবহার করলে রুমের ভেতরের তাপমাত্রা শতকরা ৪০ থেকে ৫০ ভাগ কমানো সম্ভব। সাদা পর্দা ব্যবহার করলে সূর্যের ৮০% তাপ ঘরে প্রবেশ করতে পারে না। ফলে অনেক সময়ে এসি চালানোরই দরকার হয় না।
আউট ডোর ইউনিট সঠিক স্থানে রাখুন
এসির আউট ডোর ইউনিট খোলা জায়গায় এবং ছায়াতে রাখলে একই সাথে বিদ্যুৎ বিল এবং এসির স্থায়িত বৃদ্ধি পায়। অনেকেই এ বিষয়ে তেমন সচেতন থাকেন না এবং বাইরে রোদের মধ্যে এই অংশটি রেখে দেন।
ঘরের দরজা বন্ধ রাখুন
এসি চালানোর সময় রুমের দরজা – জানালা বন্ধ রাখুন। এতে রুম দ্রুত ঠাণ্ডা হয় এবং বিদ্যুৎ খরচ কম হয়ে থাকে ।
এছাড়া গরমে এসিতে সাধারণত কিছু সমস্যা হয়ে থাকে যেমন: ঠাণ্ডা কমে যাওয়া, ভিতরে শব্দ হওয়া, এসি থেকে পানি পড়া ইত্যাদি।
এসির যেকোন ধরনের সমস্যায় আমাদেরকে কল করুন – 01902464646