আমাদের দেশে এসির রক্ষণাবেক্ষণে খুব অবহেলা করা হয়। কিন্তু মনে রাখা দরকার, এই যন্ত্রটি কিন্তু বাসার অন্যসব যন্ত্রের মতো নয়। এসির জন্য রক্ষণাবেক্ষণ খুবই জরুরি। প্রতিমাসে ফিল্টার পরিষ্কার করা । বছরে অন্তত একবার হাইড্রোক্লিন করা এবং সম্পূর্ন সিস্টেম সঠিক ভাবে কাজ করছে কিনা তা হাইড্রোক্লিন প্রফেশনালদের দ্বারা চেক করানো উচিত। বিশেষ করে শীতের সময় দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পর এসি চালু করার আগে অবশ্যই Clean এবং চেক করে নেয়া উচিত।
এসি বিস্ফোরণের কারণ
- অনেক পুরনো বা নিম্নমানের এসি ব্যবহার
- এসির পাওয়ার কেব্ল সঠিক স্পেক–এর ব্যবহার না করলে
- এসির ভেতরে বা বাহিরের বৈদ্যুতিক সংযোগ নড়বড়ে থাকা, যা শর্টসার্কিটের তৈরি করতে পারে
- সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার না করলে
- ইলেকট্রিক হাই ভোল্টেজের কারণে এসির ওপর অতিরিক্ত প্রেসার তৈরি হয়ে
- রুমের আকার অনুযায়ী এসি ব্যবহার না করা
- এসির কনডেনসারে ময়লা জমলে কম্প্রেসারে হাই টেম্পারেচার বা হাই প্রেশার তৈরি হয়ে
- কম্প্রেসরের ভেতরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়া
- এসির ভেতরের পাইপে কোথাও জং বা ময়লা কারনে ব্লকেজ হয়ে এসির ভেতরে হাই প্রেশার তৈরি হয়ে কম্প্রেসার ব্লাস্ট হতে পারে
- এসির পাইপ থেকে গ্যাস লিক হয়ে গ্যাস এসির ভেতরে বা রুমে জমে থাকা
- দীর্ঘক্ষণ একটানা এসি চালানো, যার কারনে এসির প্রেশার বেড়ে গিয়ে সেটিকে গরম করে তোলে
- অনেকদিন এসির সার্ভিসিং না করানো
- ভালো আর্থিং ব্যবস্থা না থাকলে বজ্রপাত বা বৃষ্টির সময়ে এসি চালানো কিছুটা ঝুঁকিপূর্ণ, কারণ এটিও এসির দুর্ঘটনা ঘটাতে পারে
- এসি দুর্ঘটনার আরেকটি বড় কারণ রক্ষণাবেক্ষণের অভাব। ফলে কারিগরি ক্রুটির কারণে এসিতে আগুন ধরে যেতে পারে বা এসির গ্যাসে আগুন লেগে সেটি ঘরে ছড়িয়ে পড়তে পারে
- এসির ভেতরের যন্ত্রপাতি দুর্বল হওয়ার ফলে সেখানে কারিগরি ক্রুটি দেখা যায়, যা অনেক সময় আগুনের সূত্রপাত করতে পারে
- বর্তমানে এসিতে যে ধরনের গ্যাস ব্যবহার করা হচ্ছে, সেই গ্যাসে সহজে আগুন ধরে। ফলে কোন কারণে সেটি লিক হয়ে জমে থাকলে, সেখানে বৈদ্যুতিক কারণে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে বা ম্যাচের কাঠি জ্বালালে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে
যেভাবে দুর্ঘটনা এড়ানো যেতে পারে
বিশেষজ্ঞরা বলছেন, এসি সঠিক ইন্সটলেশেন ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি, যা বাংলাদেশে ততটা গুরুত্ব দেয়া হয় না। আর এসির দুর্ঘটনা রোধে এসির সঠিক ইনস্টলেশন এবং রক্ষনাবেক্ষনের জন্য হাইড্রোক্লিন বাংলাদেশ বেশ কিছু বছর ধরে সাফল্যের সাথে অসাধারণ সার্ভিসিং দিয়ে আসছে।
- পেশাদারদের মাধ্যমে নিয়মিত সার্ভিসিং করানো
- বৈদ্যুতিক সংযোগ, সকেট, সহ এসি নিয়মিতভাবে পরীক্ষা করা
- সঠিক স্পেকে এবং ভালো মানের পাওয়ার কেব্ল ব্যবহার করা
- সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করা
- নির্ভরযোগ্য ব্র্যান্ডের এসি কেনা
- রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নির্ধারণ
- মাঝে মাঝে বিরতি দিয়ে এসি ব্যবহার করা
- হাই ভোল্টেজ এড়াতে বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা
- বৃষ্টি ও বজ্রপাতের সময় এসি বন্ধ রাখতে পারলে ভাল
এসির যেকোন ধরনের সমস্যায় আমাদেরকে কল করুন – 01902464646